সোমবার, ২২ মে, ২০১৭

Password ছাড়াই Wifi connect। (১০০% working)

Password ছাড়া WiFi connect এর জন্য যা যা প্রয়োজন তা নিম্নে দেওয়া হইল:-
  • ১.একটি Android মোবাইল।
  • ২.মোবাইলটি Root থাকার প্রয়োজন নেই।
  • ৩. play_store থেকে একটি Apps ডাউনলোড করে নিতে হবে। play store এ  WPS দিয়ে সার্চ দিলে এই Apps গুলো আসবে এইখান থেকে যে কোন একটি download করে নিলেই হবে। যেমন আমি AndroDumpper দিয়ে কাজ করেছি।
  • ৪.যে WiFi টি connect করা হবে সেই Wifi এর প্রথম pin/password। যেটি রাওটার এর পিছনে দেওয়া থাকে। আমার টার password :-19341811এই প্রথম কোডটি জানা থাকলে যতই password চেঞ্জ করা হোক না কেন প্রতিবারই WiFi connect করা যায়। প্রতি WiFi router এর নিজস্ব কোড থাকে।
বুঝবার সুবিধার্থে ভিডিও লিংক দেওয়া হল https://youtu.be/44YPUbxjt54
আপনাদের Android  বিষয়ে যে কোন দরকারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোন দরকারি কথা জিজ্ঞাস করতে আমাদের Facebook পেজ এ মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা হয়ত অনেক কিছু জানার পর ও আপনাদের জানাতে পারি না কারণ আপনাদের কি দরকার আমরা জানি না। আপনারা আমাদের মেসেজ দিয়ে জানান আপনাদের কি দরকার আমরা তাই নিয়ে পরের video তে হাজির হব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন