সোমবার, ৮ মে, ২০১৭

উইন্ডোজ ইন্সটল করুন পেন ড্রাইভ থেকে অথবা মেমোরি কার্ড থেকে এবং পোর্টেবল হার্ডডিস্ক দিয়ে।

যা যা লাগবে

  • পেন ড্রাইভ / মেমোরি কার্ড / পোর্টেবল হার্ডডিস্ক।
  • উইন্ডোজ এর ISO File .
  • Rufus software
  • উইন্ডোজ সেটআপ দিতে অবশ্যই Boot From USB Select করে দিবেন BIOS থেকে।
  • BIOS এ প্রবেশ করতে --A Function key (such as F1, F2, or F3) --The Esc key
The Delete key ব্যবহার করা হয়।
এই ভিডিও তে আপনারা দেখতে পারবেন কিভাবে পেন ড্রাইভ থেকে যে কোন উইন্ডোজ ইন্সটল করবেন।এমনকি আপনারা চাইলে মেমরি কার্ড আথবা পোর্টেবল হার্ড ডিস্ক থেকেও উইন্ডোজ ইন্সটল করতে পারেন। আরও অনেক পদ্ধতিতে পেন ড্রাইভ থেকে যে কোন উইন্ডোজ ইন্সটল করা যায়।
কিন্তু আমি আপনাদের সবচেয় ভাল পদ্ধতি দেখাব যেন আপনারা খুব সহজেই উইন্ডোজ ইন্সটল করতে পারেন।আমি সব প্রয়োজনীয় লিঙ্ক নিচে দিয়ে দিব যেন আপনাদের সময় নষ্ট করতে না হয়।আমার ভিডিও ভাল লাগলে আমাকে অবশ্যই উৎসাহ ও সাহায্য করবেন যেন আরও ভাল ভিডিও আপানেরকে উপহার দিতে পারি। উইন্ডোজ ৮ ইন্সটল কিভাবে দিবেন দেখতে চাইলে এখানে ক্লিক করুন Windows 8 Installation Process
ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য।
https://www.youtube.com/watch?v=RnL96uiUpWg 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন