বুধবার, ২২ মার্চ, ২০১৭

আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটরদের খুজে বের করুন অনেক সহজে।

আমাদের এই ফেসবুক প্রোফাইল কারা বা আমাদের কোন কোন বন্ধু এসে ভিজিট করল এই বিষয়টি আমাদের অনেকেরই মাঝে মাঝে জানতে ইচ্ছে করে। তো বন্ধুরা আসুন কি করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিটরদের খুজে বের করব সেটা দেখি।
প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব।
আপনার পোফাইলে প্রবেশের পর আপনি প্রোফাইলের বামে গিয়ে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এরপর আপনি view page sourch এ ক্লিক করুন। তাহলে আপনি নিচের চিত্রের মতো page sourch অপশনে চলে যাবেন। অথবা, আপনি বিষয়টি আরো ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন।
page sourch এ যাওয়ার পর আপনি আপনার কিবোর্ডে CTRL+F চেপে Find বারটি নিয়ে আসুন। এরপর সেখানে আপনি "initialchatfriendslilst" লিখাটি লিখে ইন্টার চাপুন।তাহলে  আপনি নিচের চিত্রে দেখানো সবুজ ঘরের মতো অনেক গুলো নিউমেরিক আইডি পাবেন। সেখান থেকে আপনি প্রত্যকটি আইডি প্রথম থেকে আলাদা আলাদা করে নিয়ে আপনার প্রোফাইল url এ আপনার প্রফাইল name এর জায়গায় একটা একটা করে আইডি বসালেই আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটর কারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন