বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনেক সময় দেখা যাই খুব গুরুত্ব পূর্ণ কাজ করছেন বা কোন মুভি দেখছেন এই সময় কেউ এসে, বা কোন বান্দর পোলা পাইন বাসাই থাকলে কাজের মধ্যে এসে বান্দরি করে কাজে ১২ টা বাজাই দেই, আবার দেখা যাই কিছু কপি করতে রেখে বাইরে চলেগেছেন, এসে দেখলেন কোন ফহিন্নির পুত উল্টা পাল্টে চেপে খেচুরি পাকাই রেখে দেছে, তখন মেজাজ টা কত ডিগ্রি থাকে কন।এই সব ঝামেলার থেকে বাচার জন্য আজ আমি আপনাদের কাসে নিয়ে আসলাম একটি দুর্দান্ত সফটওয়্যার, যার মাধ্যমে আপনি মাউস এবং কীবোর্ড লক করে রখাতে পারেন, এবার আর কোন ফহিন্নির পুত বা কোন বান্দর খেচুরি পাকাইতে পারবে না। চলুন আর দেরি না করে কি করে করবেন দেখে নেই।
প্রথমে এখান থেকে এই সফটওয়্যার টি নামিয়ে নিনঃ KeyFreeze.rar

- এই সফটওয়্যারটি জীপ করা আছে, আগে আনজীপ করে নিন। তাঁরপর ইন্সটল দিন।
- তারপর সফটওয়্যারটি ওপেন করুন লক করার জন্য।
- এবার লক কীবোর্ড অ্যান্ড মাউস লেখাই ক্লিক করুন।
- দেখবেন ৫ সেকেন্ড এর পর সব লক হয়ে গেছে।
- আবার আনলক করার জন্য "Ctrl + Alt + Delete" চাপুন, তারপর "Esc" চাপুন, সাথে সাথে কিবোর্ড এবং মাউস আনলক হয়ে যাবে।
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন