শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীদের মাঝে মধ্যেই বিব্রত হতে
হয়। দেখা যায় নিজের একাউন্টের দখল নিজের কাছে থাকে না। একাউন্ট হ্যাকিংয়ের
শিকার হলে এমনটি ঘটে। তবে হ্যাক হলেও চিন্তার কিছু নেই। ফিরে পাওয়া যায়
সেটি। হ্যাক হওয়ার পর আইডিটি উদ্ধার করতে কয়েক ধাপে কাজ করতে হয়। হ্যাক
হওয়া আইডি ফিরে পাওয়ার উপায় তুলে ধরতে এ টিউটোরিয়াল।
প্রথমে এড্রেস বার থেকে www.Facebook.com/hacked এ লিংকে প্রবেশ করতে হবে।


তারপর ফোন নম্বর, ই-মেইল কিংবা ইউজার নাম দিয়ে একাউন্টটি শনাক্ত করতে হবে।

ই-মেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চে ক্লিক করলে Security Check
অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে। এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো
পাসওয়ার্ড দিতে হবে। এরপর নিরাপত্তামূলক কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে।
কয়েক ধাপে সেগুলোর সঠিক তথ্য দিলে হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়া যাবে। তবে
শর্ত একটিই একাউন্টের সব তথ্য সঠিকভাবে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন