বুধবার, ২৪ জুলাই, ২০১৯
লক করে ফেলুন আপনার যেকোনো ড্রাইভ
প্রথমেই আপনাকে Administrator হিসেবে Computer এ প্রবেশ করেত হবে।
ড্রাইভ লক করতে হলে আরেকটি ব্যপার লক্ষ রাখতে হবে সেটি হলো ড্রাইভটি NTFS এ থাকতে হবে।
ধরুন আমরা F ড্রাইবটি লক করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে F Drive এর রাইট বাটন ক্লিক করে proparties
সেখান থেকে Security ট্যাব এ যেতে হবে।
[Note : উল্লেখ্য Security অপশনটি না থাকলে আপনাকে মেনু বার এর
Tools >Foldar Option >View Tab
ভিউ ট্যব এ আসার পর সবার নিচে Use Simple File Sharing [Recommended] এ টিক থাকলে উঠিয়ে দিতে হবে। ]
সেখানে Group or users Name এর নিচে বিভিন্ন রকমের Users এর নাম দেখতে পাব। যেমন :
Adminstrator
Gest
Everyone ইত্যাদি একাউন্ট দেবতে পাবেন।
আপনি কাজটি ফ্রেশ ভাবে করতে চাইলে সবগুলো User কে রিমুভ করে দিন। সেখান থেকে
>Add
>Avance
>Find Now
সেখান থেকে আপনাকে দুটি একাউন্ট এড করেত হবে। ধররাম আপনা আপনার নিজের একাউন্ট ছারা আর কাউকে এফ ড্রাইভে প্রবেশ করেতে দিবেননা। আপনি দুটি একাউন্ট এড করতে হবে।
Administrator এবং Everyone।
এবার দুই উইন্ডো থেকেই Ok করে বের হয়ে আসব।
এবার আপনাকে Administrator এ ক্লিক করে নিচে Permission for Administrator এর নিচে দুটি কলাম দেখতে পাব। Allow এবং Denny
এবার আপনাকে Full Controll এ টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর একিভাবে আপনাকে দিত্বীয় ইউজার একাইন্ট : Everyone এ ক্রিক করে Permissioin for everyone সব Denny তে টিক দিতে হবে। এপ্লাই করে বের হয়ে আসব।
এবার আপনি যদি বতর্মানে এডমিন ইউজার হয়ে থাকেন তাহরে আপনি এফ ড্রাইভে প্রবশ করেত পারবেন। আর যদি না হন তাহলে আপনাকে এডমিন হয়ে ঢুকতে হবে।
ড্রাইভ লক করতে হলে আরেকটি ব্যপার লক্ষ রাখতে হবে সেটি হলো ড্রাইভটি NTFS এ থাকতে হবে।
ধরুন আমরা F ড্রাইবটি লক করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে F Drive এর রাইট বাটন ক্লিক করে proparties
সেখান থেকে Security ট্যাব এ যেতে হবে।
[Note : উল্লেখ্য Security অপশনটি না থাকলে আপনাকে মেনু বার এর
Tools >Foldar Option >View Tab
ভিউ ট্যব এ আসার পর সবার নিচে Use Simple File Sharing [Recommended] এ টিক থাকলে উঠিয়ে দিতে হবে। ]
সেখানে Group or users Name এর নিচে বিভিন্ন রকমের Users এর নাম দেখতে পাব। যেমন :
Adminstrator
Gest
Everyone ইত্যাদি একাউন্ট দেবতে পাবেন।
আপনি কাজটি ফ্রেশ ভাবে করতে চাইলে সবগুলো User কে রিমুভ করে দিন। সেখান থেকে
>Add
>Avance
>Find Now
সেখান থেকে আপনাকে দুটি একাউন্ট এড করেত হবে। ধররাম আপনা আপনার নিজের একাউন্ট ছারা আর কাউকে এফ ড্রাইভে প্রবেশ করেতে দিবেননা। আপনি দুটি একাউন্ট এড করতে হবে।
Administrator এবং Everyone।
এবার দুই উইন্ডো থেকেই Ok করে বের হয়ে আসব।
এবার আপনাকে Administrator এ ক্লিক করে নিচে Permission for Administrator এর নিচে দুটি কলাম দেখতে পাব। Allow এবং Denny
এবার আপনাকে Full Controll এ টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর একিভাবে আপনাকে দিত্বীয় ইউজার একাইন্ট : Everyone এ ক্রিক করে Permissioin for everyone সব Denny তে টিক দিতে হবে। এপ্লাই করে বের হয়ে আসব।
এবার আপনি যদি বতর্মানে এডমিন ইউজার হয়ে থাকেন তাহরে আপনি এফ ড্রাইভে প্রবশ করেত পারবেন। আর যদি না হন তাহলে আপনাকে এডমিন হয়ে ঢুকতে হবে।
মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
মোটরসাইকেল রেজিট্রেশন
বাংলাদেশে মোটসাইকেল রেজিস্টেশন ঝামেলাপূর্ণ এবং কষ্টসাধ্য একটি কাজ। এই পদ্ধতিতে দিনের পর দিন সময় লেগে যায় এবং কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য (বি আর টি এ) এর বিভিন্ন মহলে অনেক বেগ পেতে হয় ।বাংলাদেশের সড়কে ৫০ সিসি থেকে ১৫০ সিসি‘র মোটর সাইকেল চলাচলের অনুমতি আছে।মোটরসাইকেল রেজিস্ট্রেশন দুই ধরণের হয়ে থাকে।
১।১০ বছর মেয়াদি রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বিআরটিএর তথ্য মতে ৫০ এবং ৮০ সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি ১৩ হাজার ৯১৩ টাকা। ১০০ সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি ১৯ হাজার ৬৬৩ টাকা। এবং ১৫০ সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি ২১ হাজার ২৭৩ টাকা।
২। ২ বছর মেয়াদি রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে ৫০ থেকে ৮০ সিসি মোটরসাইকেল এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ৩১৩ টাকা । ১০০ সিসি মোটরসাইকেল এর ক্ষেত্রে ১০ হাজার ৪৬৩ টাকা এবং ১০১ সিসি থেকে ১৫০ সিসি মোটরসাইকেল এর ক্ষেত্রে ১২ হাজার ০৭৩ টাকা।
রেজিস্ট্রেশন করণ প্রক্রিয়া
রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রথমে (বি আর টি এর ) এর নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে। তারপর (বি আর টি এ) কতৃপক্ষ সেই আবেদন পত্র গুলো যাচাই বাছাই করে সঠিকতা ও সত্যতা যাচাই করবে। যাচাই বাছাই এর পর আবেদন পত্র গৃহীত হলে তারা রেজিট্রেশন এর জন্য প্রয়োজনীয় ফি জমাদান করতে হবে এবং একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হবে। ফি জমা প্রদানের পর গাড়িটি পরিদর্শনেরর জন্য বিআরটিএ অফিসে হাজির করতে হবে। গাড়িটি হাজির করার পর বিআরটিএ ইনফরমেশন সিস্টেমে এন্টি করার পর সহকারী পরিচালক (ইঞ্জি:) কর্তৃক রেজিস্টেশনের অনুমোদন প্রদান করা হবে এবং রেজিস্টেশন নম্বর উল্লেখপূর্বক প্রাপ্তিস্বীকার পত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিস্ট কর্মকর্তাদের স্বাক্ষর সহ গ্রাহককে প্রদান করা হবে। রেজিস্ট্রেশন তৈরী হওয়ার ৭ থেকে ১৫ দেনের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রশন সার্টিফিকেট (ডি আর সি) তৈরি করার জন্য গ্রাহককে বায়োমেট্রিক্স ( ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদানের জন্য গ্রাহক কে ( বি আর টি এ ) এর অফিসে উপস্থিত হতে হবে। ডিজিটাল রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক্স নেওয়ার পর গ্রাহককে তার মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় ।
রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু তথ্য
১।। মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র
২।সদ্য তোলা দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি।
৩।এন্ট্রি বিল, ইনভয়েস বিল,এল সি এ কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৪।আমদানিকারক/বিক্রেতা প্রদত্ত সেল সার্টিফিকেট /সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র
৫। প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান, এবং গেইট পাস।
৬। ভ্যাট প্রদানের রসিদ ও বডি ভ্যাট চালান (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭। রেজিস্ট্রেশন ফি জমাদানের প্রযোজ্য রসিদ
৮। বিদেশি নাগরিকের নামে রেজিস্ট্রেশন/মালিকানা বদলি হলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট এবং ভিসার মেয়াদের কপি।
৯। কাস্টমস অফিস দ্বারা সত্যায়িত প্রয়োজনীয় ভ্যাট প্রদানের রসিদ।
১০। প্রস্তুতকারক অথবা (বি আর টি এ)কর্তৃক অনুমোদিত বডি নকশা এবং সিট ধারণ ক্ষমতার একটি সম্বলিত একটি ড্রইং। ( সকল যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য)
১১। নিজ বাক্তিমালিকানাধীন এর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট / ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির যে কোন ক্ষেত্রে সত্যায়িত করা ফটোকপি। যদি মালিক প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি চিঠি।
১২।নিলামে ক্রয়কৃত সরকারি/আধাসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ক্ষেত্রে নিলাম সংক্রান্ত কাগজপত্র এবং মেরামতের বিস্তারিত বিবরণ।
১৩। যে কোম্পানি থেকে মটর সাইকেল টি ক্রয় করেছেন সেই কোম্পানি থেকে সংগৃহীত কাগজ পত্র এবং সে সকল কাগজ সমূহ (বি আর টি এ) এর পরিদর্শক দ্বারা পরিদর্শন প্রতিবেদন।
১৪। জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষ এর ছাড়পত্র ( প্রযোজ্য ক্ষেত্রে)
১৫। ১২৫ থেকে ১৫৫ সিসি মোটরসাইকেল এর ক্ষেত্রে ৫০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা ((অঙ্গীকারনামার নমুনা ওয়েবসাইটে পাওয়া যাবে)
মোটরসাইকেল রেজিস্ট্রশন এর ক্ষেত্রে উপরে উল্লেখিত বিষয় সমূহ খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন মোটরসাইকেল রেজিস্ট্রেশন আপনার মোটরসাইকল কে সুরক্ষা করবে এবং আপনি আইনের শর্ত লঙ্ঘন না করেই অনায়াসে মোটরসাইকেল চালাতে পারবেন।
সোমবার, ৯ জুলাই, ২০১৮
অন্যের ফেইসবোক থেকে নাম্বার কালেক্ট
- ফেইসবোক ইউজ করার কথা বলে গফের কাছ থেকে মোবাইল টা নিন.
- আপনার আইডি দিয়ে ফেসবুকে লগইন করুন.
- Friends এ ক্লিক করুন. (চিত্রের মত)
- Contacts এ যান। এবং Get Started এ ক্লিক করুন. (চিত্রের মত)
- কন্ট্রাক্টগুলো কিছুক্ষন সময় নিয়ে Sync হবে. (চিত্রের মত)
- ব্যাস! এবার তার মোবাইল তাকে দিয়ে দেন.
সোমবার, ২ এপ্রিল, ২০১৮
চুরি হয়ে যাওয়া মোবাইল নিজেই জানাবে চোরের মোবাইল নাম্বার ও অবস্থান
শখের মোবাইলটি হারিয়ে গেছে , খুব কষ্টে আছেন? হঠাৎ করেই চোরের নাম্বারটি
তার অবস্থান সহ আপনার হাতে এসে পড়ল। বীর দর্পে সেই নাম্বারে ফোন করে ভাব
জমিয়ে চোরকে চায়ের দাওয়াত দিয়ে এলাকায় এনে ফেললেন।
অথবা প্রথমেই নাম্বার পুলিশকে দিয়ে দিলেন , আইনী সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া স্মৃতিবহুল আদরের সেই ফোনটি । কেমন হবে বলুন তো ব্যাপারটা ।
হয়ত কথা গুলো শুনে কেও খুব খুশি আবার কেও খুবই রেগে গেছেন।
নো চিন্তা ডু ফুর্তি , এখনই বলব এন্ড্রয়েডের সেই উপকারী এপস এর কথা। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দিবে।
এপসটির নাম হচ্ছে Sim Card Change notifier . প্লে স্টোর থেকে ফ্রীতেই ডাউনলোড করতে পারবেন গেমটি । এই হচ্ছে এপস এর লিংক Sim Card Changer Notifier
এপস টি ইন্সটল করার পর এপসটি দেখবেন আর খুজে পাচ্ছেন না। এটি ইন্সটলের সাথে সাথেই হাইড হয়ে যায়। ডিফল্ট এপ হিসেবে সেট করলে চোর সাহেব নিজেও এপস রিমোভ করতে পারবে না।
ইন্সটলের পর প্লে স্টোরে আবার এপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কী প্যাডে ##7777 ডায়াল করুন।

এই রকম একটি স্ক্রীন আসবে । সেখানে Owner name এর জায়গায় নিজের নাম লেখুন এবং Trusted Number এ সেই নাম্বারটি দিবেন যেখানে আপনি ম্যাসেজ পেতে চান । অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার ম্যাসেজ চলে যাবে ।

অথবা প্রথমেই নাম্বার পুলিশকে দিয়ে দিলেন , আইনী সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া স্মৃতিবহুল আদরের সেই ফোনটি । কেমন হবে বলুন তো ব্যাপারটা ।
হয়ত কথা গুলো শুনে কেও খুব খুশি আবার কেও খুবই রেগে গেছেন।
নো চিন্তা ডু ফুর্তি , এখনই বলব এন্ড্রয়েডের সেই উপকারী এপস এর কথা। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দিবে।
এপসটির নাম হচ্ছে Sim Card Change notifier . প্লে স্টোর থেকে ফ্রীতেই ডাউনলোড করতে পারবেন গেমটি । এই হচ্ছে এপস এর লিংক Sim Card Changer Notifier
এপস টি ইন্সটল করার পর এপসটি দেখবেন আর খুজে পাচ্ছেন না। এটি ইন্সটলের সাথে সাথেই হাইড হয়ে যায়। ডিফল্ট এপ হিসেবে সেট করলে চোর সাহেব নিজেও এপস রিমোভ করতে পারবে না।
ইন্সটলের পর প্লে স্টোরে আবার এপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কী প্যাডে ##7777 ডায়াল করুন।
এই রকম একটি স্ক্রীন আসবে । সেখানে Owner name এর জায়গায় নিজের নাম লেখুন এবং Trusted Number এ সেই নাম্বারটি দিবেন যেখানে আপনি ম্যাসেজ পেতে চান । অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার ম্যাসেজ চলে যাবে ।
এবার ছবিতে দেয়া লাল মার্ক করা অংশে প্রেস করে সেটিংস এ যান , ২ নং
অপশনের Number to show the app সিলেক্ট করুন । পছন্দমত ৬ ডিজিট এর নাম্বার
দিন , যদিও এপস এ আগে থেকেই ##7777 নাম্বারটি সেট করা থাকে। তাই এটিও
রাখতে পারেন।
এবার তার নীচের লোকেশন সেন্ডিং টাইম ইন্টারভ্যাল সেট করে ফেলুন।
ব্যাস আপনাদের এপস কাজ করার জন্য রেডি।
এখন থেকে যখন ই কোন নতুন সীম প্রবেশ করানো হবে, সাথে সাথে তার বর্তমান অবস্থান এবং মোবাইল নাম্বার সহ চলে আসবে আপনার কাছে।মোটরসাইকেলের নিবন্ধন ফি ক্যালকুলেটর
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)