মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

রবি সিমের একাউন্টের মেয়াদ বাড়ানো

 এইবার থেকে রবি এর প্রিপেইড গ্রাহক যারা আছেন তারা চাইলে নিজের সিম এর মেয়াদ বাড়িয়ে ৫ বছর পর্যন্ত করে রাখতে পারবেন। সিম কার্ড ব্যবহার না করেও সিম এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন রবি গ্রাহক খুব সহজে।

মূলত এই সুবিধা নিতে হলে রবি এর নির্দিষ্ট মেয়াদী প্যাকেজ কিনতে হবে। একটি ৪৯৬ টাকার এবং অন্যটি ৭৯৬ টাকার প্যাকেজ। ৪৯৬ টাকার প্যাকেজ দিয়ে ৩০০ মিনিট, ৩০ দিন এর সাথে ৩ বছরের জন্য মেইন একাউন্ট মেয়াদ পাওয়া যাবে।

এবং ৭৯৬ টাকা দিয়ে প্যাকটিতে ৫ বছরের জন্য মেইন একাউন্টের মেয়াদের পাশাপাশি পাওয়া যাবে ৫০০ মিনিট, ৩০ দিন। আপনারা যদি এই প্যাক গুলো কিনে রাখেন আপনার রবি সিমে তাহলে আপনার সিম বন্ধ হবে না। বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আছেন তাদের সুবিধা হবে এই প্যাক গুলো দিয়ে।



সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ফেসবুক একাউন্টের ইনএক্টিভ ফ্রেন্ডদের রিমোভ করবেন

দেওয়া লিঙ্ক থেকে এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।     CLICK HERE 

প্রথমেই আমরা  প্রিমিয়াম করে নিব।

                                          তার জন্য অপশন এ ক্লিক করুন

তারপর  আপগ্রেড   (স্ক্রীনশট গুলো ভালভাবে লক্ষ করুন)

VIEW MISSION!

-রাইট এ রিভিউ এ ক্লিক করে একটা ফিডব্যাক দিবেন .

তারপর সবগুলো  ট্যাব একটা করে  রিফ্রেশ দিবেন.  দেখবেন 10 দিনের জন্য প্রিমিয়াম চালু হয়ে গেছে


ইন্যাক্টিভ ফ্রেন্ড গুলা রিমুভ করার জন্য

  1. প্রথমে   Scan -এ  ক্লিক করবেন

তারপর

এরকম আসবে

একবারে শেষের পেজগুলোতে যারা আসবে তারা হচ্ছে ইন্যাক্টিভ ফ্রেন্ড সেগুলো কি মার্ক করে রিমুভ করে দিবেন বা  আনফ্রেন্ড করে দিবেন

 

 


তো এভাবেই আপনারা ইন্যাক্টিভ ফ্রেন্ড গুলা রিমুভ করতে পারবেন 

 


https://chrome.google.com/webstore/detail/friend-ranking-unfriend-t/mbombcnonolgeghfohnfflbiceclmpnm?hl=en

শুক্রবার, ২৮ মে, ২০২১

ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যাবহার

 ১.প্রথমে আপনি ব্লুটুথ ডিভাইসটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।

২.আপনার মোবাইল এর ব্লুটুথ অন করুন।

৩.কম্পিউটারে ব্লুটুথ মেনু থেকে আপনার মোবাইলটা সনাক্ত করুন।

৪.এবার Connect using -"Access Point " নির্বাচন করুন।

  • দেখুন নরমাল মডেম এর চেয়ে অনেক দ্রুত গতিতে নেট ব্রাউজ করতে পারবেন।

রবিবার, ১ মার্চ, ২০২০

কিভাবে ইমো কে কম্পিউটার এ ব্যবহার করবো

প্রথমেই আমাদের কম্পিউটার এ ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তারপর আমরা কম্পিউটার এর ব্রাউজার ওপেন করে এই লিঙ্ক এ যাবো। https://imo.im/ এই ওয়েবসাইট টি imo এর Official ওয়েবসাইট।লিঙ্ক টিতে প্রবেশ করলে আপনারা দেখবেন Download imo for Windows Desktop নামে একটি অপশন আছে ওইখানে ক্লিক করবেন। নিম্নে ফটো দেয়া হলো।

ইমো এর সাইজ ১০ এমবি ডাউনলোড শেষ হলে ইন্সটল করে নিবেন। কিন্তু এখানে একটা কথা আছে। আপনার মোবাইল এ ইমো থাকতে হবে তা ছাড়া আপনি কম্পিউটার এ ইমো ব্যবহার করতে পারবেন না।
কারন আপনি কম্পিউটার এ আপনার ইমো এর নাম্বার দেয়ার পর আপনার মোবাইল এর ইমো তে একটা কোড যাবে তা কম্পিউটার এর ইমো তে বসাতে হবে। তাই আপনার মোবাইল এ প্রথমত ইমো ইন্সটল থাকতে হবে পরে আপনি মোবাইল এর টা আনইন্সটল করলেও কোন সমস্যা নেয়।
নিম্নে আমি ভিডিও দিয়েছি তা থেকে একটু কষ্ট করে দেখবেন।

https://youtu.be/tFMxfVR49Q4

আশা করি আপনারা ইন্সটল দিতে পারবেন।