মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

ফেইসবুক ভেরিফাই করার নিয়ম

প্রথমে আপনার ফেইসবুকের Settings এ যান।




দেখুন নিচের মত পেইজ পাবেন।


নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিন।


নিচের দেখানো জায়গাতে ক্লিক করুন।

দেশ সিলেক্ট করুন।
তবে তার আগে Two Factor Authentication টা অন করে রাখবেন।
(অনেকেই বলবে বাংলাদেশিদের জন্য এই সুবিধা নয়। আমি বল্বো এটা ভুল খবর। কিছুদিন আগেই এটা বাংলাদেশিদের জন্য available করা হয়েছে।)


নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।



নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।



নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।



আপনি যে আইডি টা দ্বারা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সেই আইডি নাম সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
সমস্যা হএ নিচের ছবিটি দেখুন।

এবার আপনার আইডি কার্ডের ছবি তুলুন।
মোবাইলে ।
তবে খেয়াল রাখবেন। ছবি যেনো ক্লিয়ার হয়। সমস্ত লেখা যেন ক্লিয়ার বোঝা যায়। ছবিটা একেবারে সোজাভাবে তুলবেন। এবং ব্যাকগ্রাউন্ডে একতা কালো কোনো কিছু নিবেন।  যাতে ফিন্টারিং করা সহজ হয় যে কোন টুকু আপনার আইডির ছবি। মনে রাখবেন। ছবি কিন্তু কোনো রকমের এডিট করে পরিষ্কার করার বৃথা চেষ্টা করবেন না।
এবং দুই সাইডের ছবি তুলে তা একটা ছবিতে রুপান্তর করবেন।
নিচের ছবির মত।

প্রাইভেসির জন্য আমি আমার আইডির তথ্য হাইড করে এখানে পোস্ট করছি।
আচ্ছা। এবার ফেইসবুকের পেজে যান। এবং নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে আপনার আইডি আপলোড করুন।


Next এ ক্লিক করুন।


Submitting চলছে।


Finish এ ক্লিক করুন।

বাস সাবমিট হয়ে গেলো আপনার আইডেন্টিটি।


View তে ক্লিক করে দেখতে পারবেন যে আইডেন্টি ভেরিফাই হয়েছে কিনা।

Review তে আছে।




আইডেন্টি ভেরিফাই হওয়ার জন্য ১ সপ্তাহ মত অপেক্ষা করুন।
টেকনিক্যাল সমস্যার জন্য আরো বেশি দিন সময় লাগতে পারে।
চলুন এবার দেখাই কিভাবে প্রোফাইল ভেরিফাই (Blue Budge Verification) এর জন্য আবেদন করবেন।
এই লিংক টা কপি করুন।
https://www.facebook.com/help/contact/342509036134712

এবার Chrome ব্রাউজার দিয়ে প্রবেশ করুন।
(তবে তার আগে ঐ ব্রাউজারে আপনার ফেইসবুক লগিন করে রাখবেন।)
(যদি মোবাইল দিয়ে এসব করে থাকেন তাহলে অবশ্যই লিংক টি তে ঢোকার আগে ব্রাউজার Desktop Mode করে নিবেন।)
দেখুন নিচের ছবির মত একটা পেইজ পাবেন।

Profile সিলেক্ট করুন।

নিচের ছবিতে দেখানো বক্সে আপনার ফেইসবুক প্রোফাইল লিংক টা দিয়ে দিন।

নিচের মত করে।

এবার নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে আপনার আইডি কার্ডের ছবি Attach করে দিন। যেহেতু বাংলাদেশের NID Card দুই সাইড আছে। তাই দুই সাইডের দুইটা ছবি সুন্দর করে তুলে Attach করবেন।

মনে রাখবেন। আপনার ফেইসবুক প্রোফাইল যেন সঠিক হয়। আপনার আইডি কার্ড এবং আপনার প্রোফাইল এর নাম + জন্ম তারিখ + ঠিকানা সব যেন ১০০% মিল থাকে।



দেখুন আমি দিয়েছি।

এবার নিচের দিকে আসুন। দেখুন Additional Information লেখার নিচে একটা বক্স আছে। সেখানে ক্লিক করুন। এবং সেখানে কিছু লিখতে হবে।
যেমন ধরুন আপনিই কেনো মনে করছেন যে আপনার আইডি টি ভেরিফাই হওয়া প্রয়োজন। তবে এগুলো English এ লিখবেন।


লেখা হয়ে গেলে Send বাটনে ক্লিক করুন।

দেখুন ফেইসবুক আপনাকে একটা নটিফিকেশন পাঠিয়েছে।


সেখানে ফেইসবুক আপনাকে ধন্যবাদ জানিয়েছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তাই।
এবং সেই সাথে জানিয়েছে যে আপনি আপনার মত করে ফেইসবুকে কাজ চালিয়ে জান। তারা এই মুহুর্তে বিষয়টি রিভিউ করতে পারছে না। তবে যত তাড়াতাড়ি সম্ভব তারা বিষয় টি দেখবে। এবং ৩০ দিনের ভিতরে আপনি ভেরিফিকেশন না পেলে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তবে ৩০ দিন পরে।

তবে খেয়াল রাখবেন আপনার নোটিফিকেশনে। ফেইসবুক আপনাকে এই বিষয়ে কখনো কিছু জানাতে বা চাইতে পারে।
এবং ভেরিফাই হয়ে গেলেও আপনি আপনার নোটিফিকেশনে তার খবর তো পাবেনই, সেই সাথে আপনার ফেইসবুকের নামের পাশে ঠিক চিহ্ন টি দেখতে পারবেন।

বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

আসুন ফেসবুক হ্যাকিং এর দুইটি অসাধারণ মেথড শিখি। নাহলে আপনি নিজেই হ্যাক হয়ে যাবেন

আশা করি আপনারা ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি, যেটা নিয়ে আমি একটা পেইড ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম। কিন্তু টেকটিউনস এর সাথে থাকার কারণে আজ সেই ট্রিক্সটি আজ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রীতে। ভিডিও দিবো না। কিন্তু সম্পূর্ণ ভিডিটাই লিখে দিবো। তবে দেখি সময় পেলে এই টিউনেই ভিডিও টা আপলোড করে দিবো। তো চলুন আর কথা বাড়াবো না আজকের টপিক্স এ চলে যাই।
আমরা সাধারণত যে সকল ফিশিং ওয়েবসাইটের সাথে পরিচিত সেগুলো অধিকাংশ দেখতেই ঠিক এই রকম। যেখানে ফেসবুকের মতই দেখা যায় কিন্তু এড্রেসবারে অন্য ওয়েবসাইট

অথবা ঠিক এই ছবির মত তাই না???

এগুলোর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। তাই এখন আর সহজে কেউ এই ফিশিং এ পা দেয় না। আমরা জানি যে যদি address বার এ যদি facebook.com লিখা থাকে তাহলে সেটা ফিশিং সাইট না। কিন্তু আমি আজ দেখাবো ২টা মেথড। একটা হচ্ছে এড্রেস বারে ফেসবুকের অফিসিয়াল লিংক apps.facebook.com ই লিখা থাকবে। কিন্তু আপনি পাসওয়ার্ড দিলেই আপনার পাসওয়ার্ড হ্যাকার এর কাছে চলে আসবে। আপনারা কিভাবে এই ধরণের পেইজ তৈরি করবেন সেটাও আজকে আপনাদের বলে দিবো।
আরেকটা ট্রিক হচ্ছে ফেইক ফেসবুক প্রফাইল তৈরি।
আচ্ছা চলুন আগে ফেইক ফেসবুক একাউন্টই তৈরি করি। মনে করুন, আপনার ভিকটিম শাহরুখ খানের খুব বড় ভক্ত। তো আপনি শাহরুখ খানের একটা ফেইক ফেসবুক প্রফাইল তৈরি করলেন ভেরিফাইড আইকন সহ।আর আপনার ফ্রেন্ডকে বললেন যে,  শাহরুখ খানের গোপন আইডি খুঁজে পেয়েছেন। আর রিকুয়েস্ট পাঠালেই এক্সেপ্ট করতেছে।
তো স্বাভাবিক ভাবেই আপনার ফ্রেন্ড যদি শাহরুখ খানের ভক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আবেগের বশে আপনাদের দেয়া লিংক এ ক্লিক করে এড ফ্রেন্ড এ ক্লিক করবে। আর ক্লিক করলেই আপনার ফ্রেন্ডের পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। আপনি যদি ঐ পেইজ যেখান থেকে বানিয়েছেন সেখানে এক্টিভ থাকেন, তাহলে তারা আপনাকে টুং টাং শব্দের মাধ্যমে জানাবে যে পাসওয়ার্ড চলে এসেছে। আপনি সাথে সাথে লগিন করে ফ্রেন্ডের সব কিছু চেঞ্জ করে দিতে পারেন।
ADs by Techtunes ADs
অনুরোধঃ শুধুমাত্র মজা করার জন্য ব্যবহার করবেন। কারও একাউন্ট হ্যাক করার জন্য এটা ব্যবহার করবেন না। আমি জানাচ্ছি শুধু আপনাদের সচেতন করার জন্য। যেন টেক পরিবারের কেউ এমন হ্যাকিং এর শিকার না হন। 
তো চলুন কিভাবে আপনি এইরকম একটা প্রফাইল তৈরি করবেন চলুন জেনে নিই, প্রথমেই এই ওয়েবসাইটে ঢুকুন

ইনলাইন লিংকিং করলাম না। কারণ এগুলো তো ফিসিং ওয়েবসাইট যদি আপনার এন্টিভাইরাস এই লিংক কে ব্ল্যাক লিস্টে ফেলে রাখে তাহলে আপনাকে আমার এই টিউন টাও পড়তে দিবে না। তবে আমার জানা মতে কোনো এন্টিভাইরাস এখনো এই ওয়েবসাইটকে ব্ল্যাক লিস্টে ফেলে নি।যদিও এটা ২০১৪থেকেই এই ধরণের কাজ করে যাচ্ছে।  তবুও অতিরিক্ত সতর্কতা আর কি। যেন আমার জন্য টেকটিউনসের কোনো দিক থেকে ক্ষতি না হয় সেজন্য পিকচারেই লিঙ্ক দিলাম।
এরপর sign up এ ক্লিক করুন এবং  নিচের ছবির মত কাজ করুন।

এবার sign up এ ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং অটোমেটিক লগিন হয়ে যাবে। কোনো প্রকার ইমেইল কনফার্মেশনেরও ঝামেলা নাই।
এরপর কি করবেন?? নিচের ছবির মত scamas1 এবং facebook profile in english এ ক্লিক করুন।

এরপর নিচের ছবির মত যে জায়গায় যেইটা দিতে বলা হয়েছে ঐ জায়গায় ঐটা দিন ...
ADs by Techtunes ADs

এরপর create এ ক্লিক করলেই ফেইক প্রফাইল তৈরি হয়ে যাবে।
প্রফাইল তৈরি হয়ে যাওয়ার পর my pages এ ক্লিক করুন। যদি কিছু না দেখতে পান তাহলে আবার my pages এ ক্লিক করুন। দেখবেন নিচের লিংকের মত একটা লিংক দেখাচ্ছে।

এই লিংকটি সর্বোচ্চ ২৪ ঘন্টা কাজ করবে। এরপর আপনাকে আবার নতুন করে প্রফাইল তৈরি করতে হবে। আর এই লিংকটি অবশ্যই লিঙ্ক সর্টকার্ট ওয়েবসাইট থেকে লিংক শর্ট করে পরে পাঠাবেন আপনার ফ্রেন্ডকে। এবার এই লিংকে ক্লিক করলেই নিচের ছবির মত আইডি দেখাবে।

এরপর এই প্রফাইলের add friend,follow বা যেকোনো জায়গায় ক্লিক করলে আপনার ফ্রেন্ডকে লগিন করতে বলবে।আর লগিন করলেই আপনি যদি সেডোওয়াভে একটিভ থাকেন তাহলে আপনাকে এলার্মের মাধ্যমে জানিয়ে দিবে যে পাসওয়ার্ড এসে পড়েছে। তখন my victim এ ক্লিক করলেই ভিক্টীমের আইপি সহ তার ইউজার নেইম আর পাসওয়ার্ড পেয়ে যাবেন।


যাইহোক উপরের মেথডটায় কিন্তু এড্রেস বারে facebook.com লিখা থাকবে না। নিচে যেই ভয়ানক মেথড টা শেয়ার করতে যাচ্ছি সেটায় কিন্তু apps.facebook.com লিখা থাকবে। মানে ফেসবুকের অফিসিয়াল এপ্স এর মাধ্যমেই পাসওয়ার্ড হ্যাক।
ADs by Techtunes ADs

মেথড নম্বর ২ঃ

নিচের ছবিটি লক্ষ করুন। এরকম এপ্স ব্যবহার করে নাই এমন লোক খুব কমই আছে।

যদিও সেগুলো হ্যাকিং সাইট না। কিন্তু আমরা এই মেথডটাই কাজে লাগিয়ে হ্যাকিং করবো। তো চলুন শুরু করি।

কিছু টেকনিক

মনে করেন coc পাগলদের জন্য একটা এপ্স তৈরি করলাম।যেখানে লিখা থাকবে নিয়ে নিন ২০০জেমস coc এর অফিসিয়াল ফেসবুক এপ্স থেকে। তাদের এপ্স এ আপনার coc একাউণ্ট এড করলেই পাচ্ছেন ১০০gems. সব পাগলই লগিন করবে। কারণ ঠিক coc তে যেইভাবে apps.facebook.com এ লগিন করে আমাদের এই টেকনিকেও সে ঐভাবে লগিন করবে।
আমি একটা টেকনিকে এই এপ্স তৈরি করেছি। যেখানে লিখেছি, জেনে নিন আপনার প্রিয় মানুষটি দেখতে ঠিক কোন নায়িকার মত। তো চলুন দেখাই সেটা কিভাবে করা সম্ভব।
প্রথমেই সেডোওয়াভে লগিন করুন। এরপর নিচের ছবির মত ফেসবুক apps এ ক্লিক করুন।

এরপর নিচের ছবির মত একটা স্ক্রিন দেখতে পারবেন। এখানে ১নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউণ্ড এর ছবি এটা একটু বড় নেয়ার চেষ্টা করবেন। ১২৮০*৭২০ পিক্সেলের হলেই ভাল হয়। আর ২ নাম্বার টা হচ্ছে আপনি যেই পিক দিয়ে সবাইকে ধোঁকা  দিতে চান সেই ছবি টা।আমার স্ক্রিনশট গুলো দেখলেই বুঝতে পারবেন।

এরপর create এ ক্লিক করুন। দেখুন নিচের মত এপ্স তৈরি হয়েছে...
ADs by Techtunes ADs

সে ক্লিক করলেই নিচের ছবির মত দেখা যাবে।

আর লগিন করলেই পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। জিনিসটা শুধু মজা করার জন্য ব্যবহার করবেন। সাবধান কারও ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। আপনি দেখুন ফেসবুকের কোনো গেমস এ ক্লিক করলেও apps.facebook.com লিখা থাকে। তাই আপনার ভিক্টিম কখনও বুঝতেই পারবে না যে এইটা ফিশিং।
খুব সহজ করে বুঝানোর চেষ্টা করেছি। জানি না,অন্য কেউ এর থেকে ভালভাবে বুঝাতে পারবে কি না। যদি আপনাদের সামান্যও ভাল লেগে থাকে আমার এই টিউন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।আর টিউমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই জিনিসটা আমার মনে হয় আপনারা ১০% ব্যতিত বাকি ৯০% লোকই জানে না। তাই অবশ্যই টিউন টি শেয়ার করে তাদেরকে হ্যাকিং এর হাত থেকে বাঁচাবেন আশা করি।
আর অনেকেই হয়ত আইটি ডক্টর টুয়েন্টি ফোর বা টিউব ফর টেক থেকে এই ভিডিও টা ডাউনলোড করেছেন। যেহেতু পেইড ভিডিও ছিল তাই পাসওয়ার্ড দেই নি। কিন্তু টেকটিউনসের আপনি যেহেতু নিয়মিত ভিজিটর তাই আজকে আমি সেই পাসওয়ার্ডও বলে দিচ্ছি, সেই ভিডিও এর পাসওয়ার্ড ছিলঃ
hacking is dangerous
আজকের মত এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো টিউনে আগামীকালই। ততক্ষণ পর্যন্ত বিদায়।
পরিশেষে, ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন।
আল্লাহ হাফিজ।     

বুধবার, ২৪ জুলাই, ২০১৯

পাসওয়ার্ড জানলেও আর কেউ আপনার ওয়াইফাই এ কানেক্ট করতে পারবেনা

লক করে ফেলুন আপনার যেকোনো ড্রাইভ

প্রথমেই আপনাকে Administrator হিসেবে Computer এ প্রবেশ করেত হবে।
ড্রাইভ লক করতে হলে আরেকটি ব্যপার লক্ষ রাখতে হবে সেটি হলো ড্রাইভটি NTFS এ থাকতে হবে।
ধরুন আমরা F ড্রাইবটি লক করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে F Drive এর রাইট বাটন ক্লিক করে proparties

সেখান থেকে Security ট্যাব এ যেতে হবে।

[Note : উল্লেখ্য Security অপশনটি না থাকলে আপনাকে মেনু বার এর
Tools >Foldar Option >View Tab
ভিউ ট্যব এ আসার পর সবার নিচে Use Simple File Sharing [Recommended] এ টিক থাকলে উঠিয়ে দিতে হবে। ]

সেখানে Group or users Name এর নিচে বিভিন্ন রকমের Users এর নাম দেখতে পাব। যেমন :
Adminstrator
Gest
Everyone ইত্যাদি একাউন্ট দেবতে পাবেন।
আপনি কাজটি ফ্রেশ ভাবে করতে চাইলে সবগুলো User কে রিমুভ করে দিন। সেখান থেকে
>Add
>Avance
>Find Now
সেখান থেকে আপনাকে দুটি একাউন্ট এড করেত হবে। ধররাম আপনা আপনার নিজের একাউন্ট ছারা আর কাউকে এফ ড্রাইভে প্রবেশ করেতে দিবেননা। আপনি দুটি একাউন্ট এড করতে হবে।
Administrator এবং Everyone।
এবার দুই উইন্ডো থেকেই Ok করে বের হয়ে আসব।
এবার আপনাকে Administrator এ ক্লিক করে নিচে Permission for Administrator এর নিচে দুটি কলাম দেখতে পাব। Allow এবং Denny
এবার আপনাকে Full Controll এ টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর একিভাবে আপনাকে দিত্বীয় ইউজার একাইন্ট : Everyone এ ক্রিক করে Permissioin for everyone সব Denny তে টিক দিতে হবে। এপ্লাই করে বের হয়ে আসব।
এবার আপনি যদি বতর্মানে এডমিন ইউজার হয়ে থাকেন তাহরে আপনি এফ ড্রাইভে প্রবশ করেত পারবেন। আর যদি না হন তাহলে আপনাকে এডমিন হয়ে ঢুকতে হবে।