বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

ফেইসবুক পেইজে অটো রিপ্লাই

পেইজের এডমিন অনলাইনে না থাকলেও স্বয়ংক্রিয় বার্তা চলে যায় প্রেরকের ইনবক্সে। ফলে যিনি ম্যাসেজ পাঠিয়েছেন তিনি বুঝতে পারেন তাদের বার্তা পেইজে গেছে ও এডমিন অনলাইন এলে প্রশ্নের উত্তর মিলবে।
চাইলে ব্যক্তিগত ফেইসবুকে পেইজেও অটো রিপ্লাই পদ্ধতি সেট করা যায়। কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ফেইসবুকে লগইন করার পর যে পেইজে অটো রিপ্লাই চালু করতে চান সেটিতে যেতে হবে।

তারপর পেইজের উপর থেকে বাম পাশে থাকা সেটিংস অপশটিতে ক্লিক করতে হবে।
এরপর অনেকগুলো অপশন দেখাবে। এগুলো থেকে বাম পাশে ‘messaging’ অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘Send Instant Replies to anyone who messages your Page’-এর অপশনটিতে গেলে দেখা যাবে প্রাথমিক অবস্থান এটি ‘no’ অবস্থায় রয়েছে।
অটোমেটিক বার্তা অপশনটি অন করতে তা ‘yes’ করে দিতে হবে।
তারপর আপনার পেইজে কেউ ম্যাসেজ করলে আপনি অনলাইন না থাকলেও ‘”Thanks for messaging us. We try to be as responsive as possible. We’ll get back to you soon.”- এ বার্তা অটোমেটিক পৌঁছে যাবে যে ম্যাসেজ করবে তার ইনবক্সে।fb-message-techshohor1
চাইলে অটো রিপ্লাইটি পছন্দমত পরিবর্তন করা যায়। এ জন্য ‘yes’ বাটনের নিচে থেকে ‘change’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর ‘Your Instant Reply’ বক্সে আপনি যে বার্তাটি লিখতে চান তা লিখে দিতে পারেন। তারপর সেইভ করে নিতে হবে।
তাহলেই আপনার পেইজে কেউ বার্তা পাঠালে আপনি অনলাইনে না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে তা উত্তর দেবে।

রবিবার, ২ জুলাই, ২০১৭

কিভাবে New Local Drive তৈরী করবেন Computer Setup ব্যাতিত

আপনি নতুন local drive তৈরী করতে হলে প্রথমত আপনি আপনার কম্পিউটারটি ওপেন করেন। তারপর Windows+r Button চাপুন। তারপর দেখবেন Run Option আসবে সেখানে লিখুন diskmgmt.msc েএবং এটা লিখে Ok Button ক্লিক করুন। এবং দেখবেন Disk Management চলে আসবে সেখানে গিয়ে Local Disk(C) Option এ Mouse রেখে Right Button ক্লিক করুন। এবং দেখবেন Shrink Volume নামক একটা লেখা আসবে এবং সেখারে ক্লিক করুন। তো ক্লিক করলে একটা অপশন চলে আসবে এবং সেখানে নির্ধারন করে দিতে হবে।
Drive টা কত MB হবে। এবং তা দিয়ে Ok Button ক্লিক করুন। এবং Ok Button ক্লিক করলে একটা ড্রাইভ তৈরী হবে। কিন্তু drive  টা Unallocated। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো Drive টাকে install দিতে হবে। তো  drive িএ গিয়ে Right Button ক্লিক করুন। এবং Right Button ক্লিক করলে New Simple Volume শব্দটা আসবে। এবং New Simple Volume এ ক্লিক করুন। অ্যান্ড local Drive টা install দিলেই একটা New Local Drive তৈরী হবে। যদি এতে ও আপনি না বুজেন তাহলে চিন্তার কোনো কারন নাই। আপনার জন্য একটা সহজ পদ্ধতি রয়েছে। তা হলো আপনার জন্য একটি ভিডিও তৈরী করেছি এই ভিডিওর মধ্যে রয়েছে। কিভাবে নতুন local drive তৈরী করবেন। সুতারাং ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন। 

https://youtu.be/b8C_MzzXHPI 

Samsung মোবাইল ফ্ল্যাশ দিন ঘরে বসে

১মে Google.com এ সার্চ দিয়ে আপনার ফোনের স্টক রম ডাউনলোড করে নিন, যেমন : j110f এর স্টক রম সার্চ করার জন্য সার্চ বারে লিখুন samsung J110F Stock Firmware, এভাবে আপনার ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়ার ডাউনলোড করে নিন,
  • ২য় ধাপ: এবার স্যামসাং মোবাইল এর ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করে দিন। আর ওডিন ফ্ল্যাশ টুল লেটেস্ট ভারসন টা গুগল সারচ করে নামিয়ে নিন,
  • ৩য় ধাপ: আপনার ডাউনলোড করা ফার্মওয়ার টি জিপ থেকে এক্সাক্ট্র করে আনজিপ করেন,
  • ৪র্থ ধাপ: এবার ওডিন ফ্ল্যাশ টুলসটি রান করেন এবং pda, অথবা BL ক্লিক করে আপনার ফোনের ফার্মওয়ার দেখিয়ে দিন,
  • ৫ম ধাপ : আপনার ফোন টি এবার ভলিউম ডাউন+হোম+ পাওয়ার অন করুন,পাওয়ার আপ কী চেপে কন্টিনিউ করুন,এবার আপনার ফোনটি ডাউনলোড মোডে অন হবে, এবার ভালো একটি ইউএসবি কেবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন, ইউএসবি ড্রাইভার ঠিক মত ইনস্টল করা থাকলে ওডিন ফ্ল্যাশ টুলসে আপনার ফোন টি এড হবে আর হলুদ সাইন দেখাবে।https://youtu.be/_lpjLQlRj18
এবার ফ্ল্যাশ টুলসের অপশন থেকে f reset time আর rebot mark করুন। সব শেষে স্টার্ট বাটনে ক্লিক করুন। ফ্লাশিং শুরু হবে এবং শেষ হলে ফোন অটো রিবুট নিবে। এবার ফোন ইউএসবি কেবল থেকে খেলে ফোনের ভলিউম আপ+হোম+পাওয়ার অন করে factory reset দিয়ে ফোন পুনরায় চালু করুন। এবার ৫-৬ মিনিটের মধ্যে ফোন চালু হবে। যদি কেউ না বুঝেন তবে আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন।
এর পর ও যদি কেউ না বুঝেন তবে টিউমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আবারো আপনাদের মাঝে হাজির হব নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।