মঙ্গলবার, ৩ মে, ২০১৬

আপনি নিজেই যাচাই করুন বায়োমেট্রিকে রেজিস্ট্রেশন হয়েছে কিনা !


সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা
যাচাইয়ের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ
করতে পারেন :
১) বাংলালিংক
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন
যাচাই করতে পারেন। আপনার নিবন্ধন যদি
সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে
মেসেজে আসবে : ইউর কানেকশন হ্যাভ
অলরেডি বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন
(তারিখ)। থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক।
২) গ্রামীণফোন
Message option গিয়ে reg লিখে 4949 এ send
করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
৩) রবি
*643# অথবা *১৬০০*১# লিখে কল বাটন চাপুন।
একটি ক্ষুদে বার্তা আসবে, অনুসরণ করুন 1
লিখে send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা
পড়ুন।
৪) এয়ারটেল
*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে
বার্তায় কী লিখা পড়ুন।
৫) টেলিটক
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
ইংরেজি Q লিখে ১৬০০ নাম্বারে পাঠান। ফিরতি
এসএমএসে জেনে যাবে আপনার সিমটি
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে কিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন