আমাদের মাঝে অনেকের অনেক সময় ভিডিও ইডিটিং এর কাজ করার শখ
হয়,কিন্তু সচরাচর ভাল সফটওয়্যার না থাকায় আর ভিডিও ইডিটিং না জানায় আমাদের
হতাশ হতে হয়। আর হতাশা নয় আজ আমি আপনাদেন জন্য নিয়ে এসেছি ভিডিও ইডিটিং এর
সেরা সফটওয়্যার এবং এই সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করতে হয় এর বাংলা ভিডিও টিউটিরিয়াল।
সফটওয়্যার টির নাম হল wondershare Filmora
সফটওয়্যা টির কিছু ফিচার:
- নিজের ইচ্ছে মত ভিডিও তৈরী করা যায়।
- যে কোনো ফরমেটে save করা যায়।
- সরাসরি ফেইসবুক,ইউটুভে ভিডিও আপলোড করা যায়।
- ইফেক্টস,ফিল্টার,ইলিমেন্ট ইত্যাদির সমাহার।
- ফ্রি text ফন্ট এবং মিউজিক।
সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন। আপনারা এটা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারেন আবার মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারেন। আপনার ইচ্ছা।
এখন সফটওয়্যারটি ডাউনলোড করুন আর হয়ে যান ভিডিও ইডিটর। কিভাবে সফটওয়্যার টি ব্যবহার করবেন তার জন্য এই বাংলা ভিডিও টিউটিরিয়ালর টি দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন