সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

কম্পিউটারের খুঁটিনাটি যে বিষয়

১। ব্যাকআপ রাখা: 

কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, ডকুমেন্ট অথবা ফাইল থাকে। এগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরী। আজকাল ক্লাউডে ব্যাকআপ রাখা যায়। গুগল ড্রাইভ বা ড্রপবক্স এক্ষেত্রে অনেক জনপ্রিয়।

২। সুরক্ষিত থাকুক কম্পিউটার:

অনেক সময় সিস্টেমে অসুবিধার কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে পারে। এটা কম্পিউটারকে নষ্টও করে দিতে সক্ষম। কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমস্যা সমাধানে ইউ.পি.এস ব্যবহার করা ভালো।

৩। সফটওয়্যার আপডেট করা:

দ্রুত এবং নিরবিচ্ছিন্ন কাজের জন্য কম্পিউটার প্রোগ্রাম এবং হার্ডওয়্যার নিয়মিত আপডেট করা প্রয়োজন। এতে কাজ করা অনেক সহজ হয়ে যায়।

৪। দেখুন, পড়ুন, বুঝুন!

কম্পিউটারে কাজ করার সময় কিছু ডায়লগ বক্স আসে, যেগুলো আমরা অনেকেই না পড়ে ‘OK’ বাটনে ক্লিক করে দেই। কিন্তু এগুলো অনেক সময় কম্পিউটারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ‘OK’ বাটনে ক্লিক করার আগে কী লেখা আছে তা ভালভাবে পড়ে দেখতে হবে।

৫। কম্পিউটার হোক ভাইরাসমুক্ত:

ভাইরাস হলো এমন এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যে নিজে থেকে নিজের কপি তৈরি করতে পারে কিংবা অন্য একটি ফাইলের সাথে নিজেকে যুক্ত করে নিতে পারে। মূলত ভাইরাসের আক্রমনের শিকার হয় .exe (Executable File) এবং .com এক্সটেনশন যুক্ত ফাইলগুলো। কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হলে অ্যান্টি ভাইরাস অথবা Malware detection ইন্সটল করতে হয়।

৬। কম্পিউটার মেমরি পরিষ্কার করা:

কম্পিউটার দ্রুত কাজ করার জন্য কম্পিউটার মেমরি পরিষ্কার রাখা প্রয়োজন।

৭। ‘Help’ অপশন:

কম্পিউটার প্রতিটি প্রোগ্রাম এর জন্যই রয়েছে কিছু প্রোগ্রাম সহায়তা মেন্যু। কিবোর্ড-এ F1 প্রেস করে সরাসরি তা জেনে নিতে পারো অথবা ইন্টারনেট এর মাধ্যমেও জানা যায়।

৮। কিবোর্ড শর্টকাট:

কিছু কিছু কাজ কম্পিউটার মেন্যু থেকে সিলেক্ট না করে কিবোর্ড-এর সাহায্যে শর্টকাট-এ করা যায়।

যেমন: কোন ফাইল কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V এবং সেভ করার জন্য Ctrl+S (windows) অথবা Cmd+C (Mac)  ব্যবহার করা যায়।

এরকম আরও কিছু শর্টকাট আছে যা কম্পিউটার-এর ব্যবহারকে অনেক সহজ করে দেয়।

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

গ্রামীণফোনের অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির প্যাক

 


অফারমূল্য (টাকা)প্যাকের মেয়াদ
৩ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + ৬০০ মিনিট৯৯৭৩০ দিন
৫ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + ৯০০ মিনিট১৪৯৮৩০ দিন

রবি সিমের একাউন্টের মেয়াদ বাড়ানো

 এইবার থেকে রবি এর প্রিপেইড গ্রাহক যারা আছেন তারা চাইলে নিজের সিম এর মেয়াদ বাড়িয়ে ৫ বছর পর্যন্ত করে রাখতে পারবেন। সিম কার্ড ব্যবহার না করেও সিম এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন রবি গ্রাহক খুব সহজে।

মূলত এই সুবিধা নিতে হলে রবি এর নির্দিষ্ট মেয়াদী প্যাকেজ কিনতে হবে। একটি ৪৯৬ টাকার এবং অন্যটি ৭৯৬ টাকার প্যাকেজ। ৪৯৬ টাকার প্যাকেজ দিয়ে ৩০০ মিনিট, ৩০ দিন এর সাথে ৩ বছরের জন্য মেইন একাউন্ট মেয়াদ পাওয়া যাবে।

এবং ৭৯৬ টাকা দিয়ে প্যাকটিতে ৫ বছরের জন্য মেইন একাউন্টের মেয়াদের পাশাপাশি পাওয়া যাবে ৫০০ মিনিট, ৩০ দিন। আপনারা যদি এই প্যাক গুলো কিনে রাখেন আপনার রবি সিমে তাহলে আপনার সিম বন্ধ হবে না। বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আছেন তাদের সুবিধা হবে এই প্যাক গুলো দিয়ে।



সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ফেসবুক একাউন্টের ইনএক্টিভ ফ্রেন্ডদের রিমোভ করবেন

দেওয়া লিঙ্ক থেকে এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।     CLICK HERE 

প্রথমেই আমরা  প্রিমিয়াম করে নিব।

                                          তার জন্য অপশন এ ক্লিক করুন

তারপর  আপগ্রেড   (স্ক্রীনশট গুলো ভালভাবে লক্ষ করুন)

VIEW MISSION!

-রাইট এ রিভিউ এ ক্লিক করে একটা ফিডব্যাক দিবেন .

তারপর সবগুলো  ট্যাব একটা করে  রিফ্রেশ দিবেন.  দেখবেন 10 দিনের জন্য প্রিমিয়াম চালু হয়ে গেছে


ইন্যাক্টিভ ফ্রেন্ড গুলা রিমুভ করার জন্য

  1. প্রথমে   Scan -এ  ক্লিক করবেন

তারপর

এরকম আসবে

একবারে শেষের পেজগুলোতে যারা আসবে তারা হচ্ছে ইন্যাক্টিভ ফ্রেন্ড সেগুলো কি মার্ক করে রিমুভ করে দিবেন বা  আনফ্রেন্ড করে দিবেন

 

 


তো এভাবেই আপনারা ইন্যাক্টিভ ফ্রেন্ড গুলা রিমুভ করতে পারবেন 

 


https://chrome.google.com/webstore/detail/friend-ranking-unfriend-t/mbombcnonolgeghfohnfflbiceclmpnm?hl=en

শুক্রবার, ২৮ মে, ২০২১

ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যাবহার

 ১.প্রথমে আপনি ব্লুটুথ ডিভাইসটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।

২.আপনার মোবাইল এর ব্লুটুথ অন করুন।

৩.কম্পিউটারে ব্লুটুথ মেনু থেকে আপনার মোবাইলটা সনাক্ত করুন।

৪.এবার Connect using -"Access Point " নির্বাচন করুন।

  • দেখুন নরমাল মডেম এর চেয়ে অনেক দ্রুত গতিতে নেট ব্রাউজ করতে পারবেন।