মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

গ্রামীণফোনের অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির প্যাক

 


অফারমূল্য (টাকা)প্যাকের মেয়াদ
৩ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + ৬০০ মিনিট৯৯৭৩০ দিন
৫ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + ৯০০ মিনিট১৪৯৮৩০ দিন

রবি সিমের একাউন্টের মেয়াদ বাড়ানো

 এইবার থেকে রবি এর প্রিপেইড গ্রাহক যারা আছেন তারা চাইলে নিজের সিম এর মেয়াদ বাড়িয়ে ৫ বছর পর্যন্ত করে রাখতে পারবেন। সিম কার্ড ব্যবহার না করেও সিম এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন রবি গ্রাহক খুব সহজে।

মূলত এই সুবিধা নিতে হলে রবি এর নির্দিষ্ট মেয়াদী প্যাকেজ কিনতে হবে। একটি ৪৯৬ টাকার এবং অন্যটি ৭৯৬ টাকার প্যাকেজ। ৪৯৬ টাকার প্যাকেজ দিয়ে ৩০০ মিনিট, ৩০ দিন এর সাথে ৩ বছরের জন্য মেইন একাউন্ট মেয়াদ পাওয়া যাবে।

এবং ৭৯৬ টাকা দিয়ে প্যাকটিতে ৫ বছরের জন্য মেইন একাউন্টের মেয়াদের পাশাপাশি পাওয়া যাবে ৫০০ মিনিট, ৩০ দিন। আপনারা যদি এই প্যাক গুলো কিনে রাখেন আপনার রবি সিমে তাহলে আপনার সিম বন্ধ হবে না। বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আছেন তাদের সুবিধা হবে এই প্যাক গুলো দিয়ে।