বুধবার, ২২ মার্চ, ২০১৭

আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটরদের খুজে বের করুন অনেক সহজে।

আমাদের এই ফেসবুক প্রোফাইল কারা বা আমাদের কোন কোন বন্ধু এসে ভিজিট করল এই বিষয়টি আমাদের অনেকেরই মাঝে মাঝে জানতে ইচ্ছে করে। তো বন্ধুরা আসুন কি করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিটরদের খুজে বের করব সেটা দেখি।
প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব।
আপনার পোফাইলে প্রবেশের পর আপনি প্রোফাইলের বামে গিয়ে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এরপর আপনি view page sourch এ ক্লিক করুন। তাহলে আপনি নিচের চিত্রের মতো page sourch অপশনে চলে যাবেন। অথবা, আপনি বিষয়টি আরো ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন।
page sourch এ যাওয়ার পর আপনি আপনার কিবোর্ডে CTRL+F চেপে Find বারটি নিয়ে আসুন। এরপর সেখানে আপনি "initialchatfriendslilst" লিখাটি লিখে ইন্টার চাপুন।তাহলে  আপনি নিচের চিত্রে দেখানো সবুজ ঘরের মতো অনেক গুলো নিউমেরিক আইডি পাবেন। সেখান থেকে আপনি প্রত্যকটি আইডি প্রথম থেকে আলাদা আলাদা করে নিয়ে আপনার প্রোফাইল url এ আপনার প্রফাইল name এর জায়গায় একটা একটা করে আইডি বসালেই আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটর কারা।

Facebook ফ্রেন্ডস লিস্টের ফ্রেন্ডসরা ছাড়া আর কেউ sms/Message দিয়ে বিরক্ত করতে পারবে না



১) প্রথমে আপনাকে আপনার ফেইসবুক একাউন্ট এ  লগইন করতে হবে
২) আপনার প্রফাইলে ক্লিক করে হবে
৩) এবার সর্ব প্রথম আমাদেরকে চেক করে দেখতে হবে নন -ফেইসবুক ফ্রেন্ডসরা  প্রোফাইলটাকে কিরকম দেখতে পায়।
৪) এর জন্যও আপনাকে  একটিভিটি লগ এর পাশে যে ৩টা ... ডট আছে ওখানে ক্লিক করতে হবে.
৫) এরপর  ভিউ এস এ ক্লিক করলে একটা পেজ ওপেন হবে ওই পেজে যা শো করবে আপনার নন -ফেইসবুক ফ্রেন্ডসরা  আপনার প্রোফাইলটাকে ঠিক ঐরকমই  দেখতে পারবে।
৬) এখন আপনি যদি অপমার মেসেজে বাটন তাকে নন -ফেইসবুক ফ্রেন্ডসদেড় জন্যও ডেসিবলে করে দিতে চান তাহলে এবাউট এ ক্লিক করুন।
৭) ওখান থেকে কন্টাক্ট ইনফরমেশন এ ক্লিক করে birth-date এ ক্লিক করুন
৮) birth-date কে আঠারো বছর এর নিচে সেট করে দিন তারপর কনফার্ম বাক্স এ টিক মার্ক করে OK ক্লিক করুন
৯) এবার কাজ হয়েছে কিনা তা চেক করার জন্যও আবার  একটিভিটি লগ এর পাশে যে ৩টা ... ডট আছে ওখানে ক্লিক করুন
যদি বুজতে সমস্যা হয় তাহলে এই ভিডিও টি দেখোন এখানে খুব ভালো ভাবে step by step সন্দর করে দেওয়া আছে

ফেসবুক আইডি বানান কোন ইমেইল বা মোবাইল নাম্বার ছাড়া


আসসালামু ওয়ালাইকুম,
কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আগেই বলে দিচ্ছি কারো যদি লেখা পড়তে কষ্ট হয় তাহলে এই লেখা না পরে ডাইরেক্ট নিচের ভিডিও দেখুন আমি সবসময় আপনাদের স্বার্থে লেখার পাশাপাশি ভিডিও রাখবো। বর্তমানে ফেসবুক এর জনপ্রিয়তা অনেক তাই আমার আজকের টিউনটি হল ফেসবুক নিয়ে।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার কোন ইমেইল ছাড়া বা মোবাইল নাম্বার ছাড়া  ভেরিফাই ফেসবুক আইডি বানাবেন।  অবশ্য অনেকেই এটা জানেন আবার অনেকে জানেন না তো যারা না জানেন এই টিউনটি তাদের জন্য।  শুরুতেই বলে রাখি কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন শুরু করা যাক-
তো ফার্স্টে আপনি এই ওয়েবসাইট জান এখানে আপনাকে একটি ইমেইল আইডি দিবে এই ইমেইল আইডি টি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন  এবং খোলার পর আর কিছু করবেন না যেখানে আপনাকে মেইল আইডিটি দিয়েছে ওই পেজ এ চলে যান দেখবেন আপনাকে কনফার্ম মেইল পাঠিয়েছে সেটাতে ক্লিক করলেই আপনার কাজ  শেষ।
আপনি যদি চান এমন নাম  দিবেন যেনো কেও না বুঝেতে না পারে এটি ফেইক তাহলে এখানে গিয়ে নাম নির্বাচন করুন  তাহলে কেও বুঝতে পারবে না যে এটি ফেইক। ভালো ভাবে বুঝার জন্য নিচের ভিডিও টি দেখুন
Create Unlimited Facebook Account With Usa Number verify (Bangla Tuterial)Tips And Tricks • 5.1K viewsLive23:14Playlist ()Mix (50+)